Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানার পাশে জব্দ করে রাখা বাসে আগুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ০৩:৪৩

থানার পাশে জব্দ করে রাখা বাসে আগুন।

ফরিদপুর: জেলার কানাইপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ ঘাতক বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটি থানার পাশের রাস্তায় রাখা ছিল।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।

কানাইপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী সালাউদ্দিন জানান, গত ৬ জুন জেলার মধুখালীতে বাসটি দুর্ঘটনা ঘটায়। সেসময় আরএসএফ নামের যাত্রাবাহী বাসটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা হয়। আজ রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

বিজ্ঞাপন

জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায় তারা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের পরে প্রকৃত কারণ বলা যাবে।

বাসে আগুন লাগার ঘটনায় মহাসড়করের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ফরিদপুর বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর