Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫ ০৮:২৪

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ

শ্রীলংকা সফর শেষে কিছুদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। খুব বেশিদিন নতুন সিরিজের জন্য অপেক্ষা করতে হচ্ছে না তাদের। ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ।

আজ, ২০ জুলাই, রবিবার মিরপুরের শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ। সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।

বাংলাদেশে এই ম্যাচ দেখা যাবে দুটি টিভি চ্যানেলে। বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়াও টি স্পোর্টসের অ্যাপেও উপভোগ করা যাবে এই সিরিজের ম্যাচ।

পাকিস্তানে বসে সিরিজটি উপভোগ করা যাবে ট্যাপম্যাড অ্যাপে। ভারতের খেলা দেখাবে ফ্যানকোড অ্যাপ। এছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর অন্যান্য অঞ্চলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখা যাবে বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

আগামী ২২ ও ২৪ জুলাই মিরপুরেই হবে সিরিজের পরের দুই ম্যাচ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ