Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১২:৩১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১২:৩৩

উদ্ধার হওয়া নবজাতকের লাশ।

বাগেরহাট: বাগেরহাট জেলার মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে সত্তার লেন এলাকার স্থানীয় এক বাসিন্দার পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে মোংলা থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত হওয়ার পর সামনে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনজে

নবজাতক লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর