টানা ৫ ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। ইন্টার মায়ামির হয়ে গত ম্যাচে অবশ্য ম্লান ছিলেন লিওনেল মেসি, হেরেছিল দলও। তবে আবারও মাঠে মেসি জাদু দেখল মেজর সকার লিগ। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন মেসি। আর এই গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন মেসি।
আগের ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজেছেন মেসি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি আজ ম্যাচের শুরু থেকেই ছিলেন চিরচেনা ছন্দে।
রেড বুলসের বিপক্ষে ম্যাচে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে মেসির দল মায়ামি। এই ম্যাচে ৬০ ও ৭৫ মিনিটে জোড়া গোল পেয়েছেন মেসি। গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও।
আজকের জোড়া গোলের পর পেনাল্টি ছাড়া ক্যারিয়ারে মেসির গোল ৭৬৪। রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন মেসি। পেনাল্টি ছাড়া রোনালদোর গোল ৭৬২টি।
সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির গোল ৮৭২টি। অন্যদিকে ৯৩০ গোল নিয়ে সবার উপরে আছেন রোনালদো।