ঢাকা: মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত ভাস্কর্য ‘জাগ্রত বাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ ও ‘স্বাধীনতা চিরন্তন’ এর স্রষ্টা শিল্পী হামিদুজ্জামান খান মারা গেছেন।
রোববার সকাল ১০টা ৭ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী চিত্রশিল্পী আইভি জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ জুলাই শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। আসর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে।