Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৩:৪৫

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থল।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের কাছে বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২০ জুলাই) সকালে নড়িয়া পৌরসভা এলাকার মাদবর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মীরা ও উপজেলা বিএনপির একটি অংশ সমাবেশের আয়োজন করে। তাদের পূর্বঘোষিত সমাবেশটি নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সকালে সমাবেশস্থলের পাশেই দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া এলাকার নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ককটেল বিস্ফোরণ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর