Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের শেষে তফসিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন

ঢাবি করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৮:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য আগামী ২৯ জুলাই তফসিল ঘোষণা করা হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন হবে বলে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন জানান।

সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তবে ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ না বলায় এটার প্রতিবাদ করেছেন একাধিক ছাত্র সংগঠনের নেতারা। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো নির্দিষ্ট তারিখ না। এর আগেও প্রশাসন এভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করে কালক্ষেপণ করেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদসহ একাধিক ছাত্রসংগঠনের নেতারাও নির্দিষ্ট তারিখ চান।

এ ব্যাপারে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকে ডাকসু তফসিল ঘোষণা করছি না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেই দিনই আমরা নির্দিষ্ট তারিখ জানাব।

সারাবাংলা/কেকে/ইআ

ডাকসু ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর