Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ বছরের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৪:৪০ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৫:১০

বজ্রপাত। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শ্রী রহিত সিংহ (৬) স্থানীয় শ্রী রাজু সিংহের ছেলে। সে ৬৭ নম্বর চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষককে বলে বাইরে যায় রহিত। বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, ‘বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাতে মৃত্যু শিশু শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর