Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

ইবি করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৪:৪৮

নূর আলম ও আহমাদ গালিব।

কুষ্টিয়া: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৯তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর আলম ও সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমাদ গালিব মনোনীত হন ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে “দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ”এই স্লোগানকে সামনে রেখে কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান ।

বিজ্ঞাপন

৩৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল, ইমতিয়াজ আহমেদ ইমন, সুমন শেখ ও আহসান হাবীব রানা,আসিফুর রহমাম, সহ-সম্পাদক মনির হোসেন, হাসিবুর রহমান ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান সজিব, কোষাধ্যাক্ষ জিন্নাত মালিয়াত সীমা, দফতর সম্পাদক তানিম তানভীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মিনহাজুর রহমান মাহিম।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. সবুজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম। এছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, ওবায়দুর রহমান আনাস, উদয় দেবনাথ, সাদিয়া মাহমুদ মিম, জীবন শেখ, সুমন সরকার, সিহাব হোসেন, মিরাজ হাসান, সাইফুল ইসলাম, সৌরভ আব্দুল আলিম।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় একই দিনে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

সারাবাংলা/এসডব্লিউ

ইবি নতুন কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর