চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের ১১ দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির লাশ খালে ভাসছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
মৃত সন্তোষ নাথ (৪০) লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল নাথের ছেলে।
পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে আমরা নিশ্চিত হয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে তাদের কোনো অভিযোগ আছে কি না কিংবা কাউকে সন্দেহ করেন কি না সেটা জানার চেষ্টা করছি।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন।