Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৫:০৩

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ধর্মঘট কর্মসূচি।

পাবনা: ৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

  • ষোলো ও সতেরো ব্যাচের ইয়ারড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানানো হবে।
  • ইয়ারড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে।
  • সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে।
  • লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে।
  • প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
  • সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে।
  • সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে।
  • শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে।

এই সকল দাবি সমূহ না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিতে শিক্ষার্থীরা। এ সময় বক্তব্যদেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. বখতিয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এনজে

দাবি ধর্মঘট পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর