Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১৫:৩২

বন্যায় প্লাবিত এলাকা। ছবি: আল জাজিরা

দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও ১২ জন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২০ জুলাই) রাজধানী সিউল থেকে উত্তরের গাপিয়ং অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদেরকে ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে দেখা যায়।

দক্ষিণাঞ্চলের সানচেওং এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ছয়জন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন। হাজার হাজার সড়ক ও ভবন বন্যার পানিতে ভেসে গেছে। ধ্বংস হয়েছে বহু কৃষিজমি, প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক গবাদিপশু।

বিজ্ঞাপন

বৃষ্টিপাত শুরু হওয়ার পর বুধবার (১৬ জুলাই) থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, ৪১ হাজারেরও বেশি পরিবার সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

রোববার (২০ জুলাই) দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও রাতের দিকে বৃষ্টি উত্তর দিকে সরে গেছে। রাজধানী সিউলসহ উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং রোববার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে একটি বহুমুখী উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার রাত নাগাদ বৃষ্টিপাত শেষ হতে পারে, তবে এরপর শুরু হবে তীব্র তাপপ্রবাহ।

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর