Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংহাইয়ের বিনিয়োগ সেমিনারে অংশ নিচ্ছে ১০০টির বেশি চীনা কোম্পানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৫:২০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে আগামীকাল (২১ জুলাই) চীনের সাংহাইয়ে বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) সরকারি এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও সহায়তা প্রদান হলো এ সেমিনারের মূল লক্ষ্য। এতে অংশ নিচ্ছে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টির বেশি চীনা কোম্পানি।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ সফরে তারা সাংহাই ও গুয়াংজুতে আজ থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই দলে আরও রয়েছেন বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএর প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা প্রদান করব। এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। এ ধরনের উচ্চ পর্যায়ের আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রফতানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সারাবাংলা/একে/এসডব্লিউ

চীনা কোম্পানি বিডা বিনিয়োগ সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর