Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ১২ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৫:৪৭

কুমিল্লা শিক্ষাবোর্ড।

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের কারণে, কুমিল্লা শিক্ষাবোর্ডে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট।

রোববার (২০ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম সই করা প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দূর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওইদিনের স্থগিত পরীক্ষাগুলো হলো পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র।

এর আগে, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেই গত ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছিল কুমিল্লা শিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর