পাবনা: পাবনায় ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটার সংযোগ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) সকাল পৌর এলাকার পাওয়ার হাউজ মোড় সাধারণ সচেতন নাগরিকের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পাওয়ার হাউজ মোড় হয়ে শহিদ চত্বরে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন কামরুল হাসান শাহেনশাহ, ইকবাল ইউসুফ, মিদুল, হাসান তৌহিদ বাবু, সোহেল রানা, কমরেড জুয়েল, সাইদুল ইসলাম সবুজ, আনোয়ারুল উদ্দিন, মতিন, মিজান।
বক্তারা বলেন, বিগত সরকার বিদ্যুৎ খাকে লুটপাটের জন্য ওই প্রি-পেইড মিটার স্থাপনের প্রকল্প হাতে নেয়। প্রি-পেইড মিটারের মাধ্যমে ডিজিটাল লুটপাট চলছে। এই প্রিপেইড মিটার বন্ধের দাবি জানাচ্ছি।