Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:২১

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের লীগের দুইজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৯ জুলাই) রাত আড়াইটার দিকে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

তারা হলেন— ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এলাকার মৃত পাগু মামুদের ছেলে মো. শহীদ আলী (৫৪), ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কলেজপাড়া এলাকার মো. লিটনের ছেলে শান্ত ইসলাম (২৩)।

গ্রেফতার হওয়া শান্ত ইসলামের দাবি দলীয় কোনো পদে বা কর্মকাণ্ডে তিনি জড়িত নেই। ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ঘুরাঘুরি ও ফেসবুকে পোস্ট করার কারণে জুলাই আন্দোলনের পর শান্তর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা-ভাঙচুর ও উপজেলা জামায়াতের অফিস ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসআর

গ্রেফতার ডোমার উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নীলফামারী

বিজ্ঞাপন

ঝুঁকিতে জি-মেইল অ্যাকাউন্ট
২০ জুলাই ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর