Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় যুবলীগের সাধারণ সম্পাদক মামুন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:২১

মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

বাগেরহাট: এবার অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

শনিবার (১৯ জুলাই) রাতে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শেখ আল মামুনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জাহাজ চোরাচালান, মাদক ব্যবসা, জুয়া ও অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধে তিনি দীর্ঘদিন ধরে জড়িত। এসব অপকর্মের পেছনে ছিল তার মামা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়।

শেখ আব্দুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে মোংলা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মেয়াদকালে পৌর এলাকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল প্রায়ই আলোচনায়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান বলেন, ‘চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর