ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল হওয়ায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২০ জুলাই) দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, “গতকাল ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ সর্বদিক থেকে সফল হয়েছে। এতে অংশগ্রহণকারী জাতীয় নেতারা, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিএমপি, ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা ও গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সকল দফতরের সহযোগিতায় সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূল ছিল বলেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।”
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার আশা প্রকাশ করেন, “দেশবাসী জামায়াতে ইসলামীর প্রতি তাদের ভালোবাসা ও সহানুভূতি আগামীতেও অব্যাহত রাখবেন। আমরাও দেশ ও জাতির কল্যাণে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”