Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান নিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৫৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: “আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার” এই ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২০ জুলাই) দুপুরে রাঙামাটি থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় তিনি বান্দরবান নিয়ে পূর্বের এক বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এর আগে, ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’র একটি পথসভায় সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। তার এই বক্তব্যে বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে আজ বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্র নেতারা বলেন, “সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার উপস্থিতি ও এনসিপির সব কার্যক্রম অবাঞ্চিত ঘোষণা করা হলো।”

ছাত্রদের এই প্রতিবাদের কিছুক্ষণ পরেই সারজিস ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করে লেখেন, “বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

উল্লেখ্য, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বান্দরবানের কর্মসূচিতে গিয়েছেন এনসিপি নেতারা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি বান্দরবান সারজিস আলম

বিজ্ঞাপন

ঝুঁকিতে জি-মেইল অ্যাকাউন্ট
২০ জুলাই ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর