কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুর্বৃত্তরা বিয়ের বাড়িতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে নিয়ে যওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুলাই) রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান চন্দ্র রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিধান চন্দ্র রায় বলেন, রোববার (২০ জুলাই) মেয়ের বিয়ে উপলক্ষে প্রস্তুতি চলছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে ১০-১২ জন মুখোশ পড়ে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বিয়েতে আসা আত্মীয়স্বজনদের কাছ থেকে প্রায় ১ দশমিক ৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম সারাবাংলাকে বলেন, গেল রাতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কনের গহনা তৈরি করতে দেওয়ায় নিতে পারেনি। তবে বিয়েতে আসা আত্মীয়স্বজনের সোনার গহনা ও নগদ টাকা নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তদন্ত চলছে, অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।