Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:৫৫

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। নতুন আশাবাদে পুঁজিবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এর মধ্যে গত শেষ চার কার্যদিবসের টানা উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও (২০ জুলাই) মূল্য সূচক বেড়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসই-তে ৭৭৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩ কোটি ৭৭ লাখ টাকার বা ২ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮০ টির। এই হিসেবে ডিএসইতে ৪৫.২৩ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১৪৬ টি বা ৩৬.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.০৯ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রবিবার ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।

সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই পুঁজিবাজার সিএসই

বিজ্ঞাপন

ঝুঁকিতে জি-মেইল অ্যাকাউন্ট
২০ জুলাই ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর