Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর সিটি করপোরেশনের ‘গায়েবানা জানাজা’ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৬:৫২

রংপুর সিটি করপোরেশনের ‘গায়েবানা জানাজা’ পড়েছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুর সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক দীর্ঘদিন থেকে সংস্কার না করার ক্ষোভ থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

সাতমাথা রেলক্রসিং এলাকায় শনিবার (১৯ জুলাই) দুপুরে রংপুর সিটি করপোরেশন (রসিক) কর্তৃপক্ষের ‘গায়েবানা জানাজা’র নামাজ পড়েছেন তারা। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

জানাজা শেষে তারা প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল বের করেন। প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে পাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সাতমাথায় ফিরে আসে। বিক্ষোভকারীরা দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

বিজ্ঞাপন

এহসানুল হক নামে এক বাসিন্দা জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুর নগরীর যোগাযোগের অন্যতম প্রধান রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। চলাচলের অযোগ্য এ সড়কটিতে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে। অথচ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই। সড়ক সংস্কারে নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সাতমাথার সচেতন বাসিন্দারা ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করেন।

শামীম আহমেদ নামে এক বাসিন্দা বলেন, ‘সিটি করপোরেশন শুধু ট্যাক্স আদায় নিয়েই ব্যস্ত। জনগণের ভোগান্তি নিয়ে তাদের যেন কোনো মাথাব্যথা নেই। তাই গায়েবানা জানাজার মতো প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দফতরের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে মন্তব্য করেননি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

সারাবাংলা/পিটিএম

গায়েবানা জানাজা টপ নিউজ রংপুর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর