Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত বা অন্য কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৭:০৮

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সারাবাংলা

ঢাকা: ভারত বা অন্য কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচারের প্রতিবাদে এ নাগরিক সমাবেশ আয়োজন করে প্রজন্ম দল।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন ভারত বা অন্য কোনো প্রতিক্রিয়াশীল, আধিপত্যবাদী শক্তি, ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন, সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদের আশ্রয় দিয়েছে, সেই কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, গণহত্যাকারী ও লুটপাটকারীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া।’

দুদু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যখন তার (ড. ইউনুস) সঙ্গে যখন বৈঠক করেছেন, তখনই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করে। এই স্থিতিশীলতাকে কোনো কোনো রাজনৈতিক দল মেনে নিতে পারেনি। যার উদাহরণ আমরা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখেছি।’

তিনি বলেন, ‘সালাউদ্দিন আহমেদ একটি পার্টির মুখপাত্র। তার সমালোচনা করা যাবে না, সেটি নয়। কিন্তু কোনো আপত্তিকর বক্তব্য বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে না। সেটি একটি উসকানিমূলক বক্তব্য। উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য নয়।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘৭১ সালে এ জাতি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে। ৭১ নিয়ে কোনো আপস নেই, গণতন্ত্র নিয়ে আপস নেই। খালেদা জিয়া, তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ব্যাপারেও কোনো আপস নেই। এগুলোর ব্যাপারে যতই উসকানি দেন না কেন, আমরা সেটির প্রতিশোধ নেব আগামী নির্বাচনে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি করছি। এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উসকে দেয়।’

আয়োজক সংগঠনের সভাপতি জনি হোসেন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল, কৃষকদলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ নির্বাচন বিএনপি শামসুজ্জামান দুুদু