Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেলকে ছেড়ে দিল পুলিশ, উবারচালক-ই জিম্মাদার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৭:৪২

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ফাইল ছবি

ঢাকা: মদ্যপ অবস্থায় মধ্যরাতে আটক সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর তার জিম্মাদার হয়েছেন উবারচালক নিজেই।

রোববার (২০ জুলাই) বিকেলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে উবারচালক আকবর হোসেনের জিম্মায়-ই নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে, বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করায় শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে স্ত্রী সালসাবিলসহ হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নোবেল ও গাড়ি চালককে আটক করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ মে তাকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় নোবেলকে। এরপর সেই নারীর সঙ্গে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

উবারচালক জিম্মাদার পুলিশ সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর