ঢাকা: বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতামূলক মূল্যে এ গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুয়েট অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট জসেফ কে সোয়ার সই করেন।
অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই সমঝোতা স্মারক শুধু দুই দেশের মধ্যে আস্থা ও বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করবে না, বরং সাধারণ জনগণের জন্য খাদ্য পুষ্টি ও নিরাপত্তার একটি টেকসই ভিত্তিও তৈরি করবে। এটি আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, এ সমঝোতা স্মারকের আওতায় আমদানি করা গম দেশের সরকারি খাদ্য গুদাম, ভর্তুকি চাল বিতরণ কর্মসূচি এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে। পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত সক্ষমতা বাড়ানো ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রতি বছর গড়ে ৬০ থেকে ৭০ লাখ ম্রেট্রিক টন গম আমদানি করে থাকে। এর বড় একটি অংশ আসে রাশিয়া, কানাডা ও ভারত থেকে।