Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে বাংলা একাডেমির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৮:১৪

ঢাকা: প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে তিনি এ শোক জানান।

মোহাম্মদ আজম বলেন, ‘‘বাংলাদেশের ভাস্কর্যশিল্পের বিকাশে তাঁর অবদান ভুলবার নয়। বাংলা একাডেমিতে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ভাস্কর্যের নির্মাতাও তিনি। ২০০৩ সালে ২৫শে জুন হামিদুজ্জামান খান-কৃত নজরুল ভাস্কর্য-সংবলিত ‘নজরুল মঞ্চ’ উদ্বোধন করা হয়।’’

তিনি বলেন, ‘‘বাংলা একাডেমি হামিদুজ্জামান খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।’’

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান রোববার (২০শে জুলাই) ইন্তেকাল করেছেন।

সারাবাংলা/এজেড/এসআর

বাংলা একাডেমি ভাস্কর হামিদুজ্জামান শোক বাণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর