Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৮:২৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

ফেরত প্রাপ্তরা হলেন—শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।

বিজিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দেশে ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, “আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

সারাবাংলা/এসএস

আটক বাংলাদেশি বিএসএফ সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর