চাঁপাইনবাবগঞ্জ: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি। শনিবার (২০ জুলাই) রাতে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি এবং তার কোনো খোঁজও মিলছে না।
নিজস্ব গোয়েন্দার কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মোহাম্মদ লাল চান সাতরশিয়া ওয়াহেদপুরের মো. শাহজাহানের ছেলে । শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে জোহরপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। এই বিষয়ে প্রতিপক্ষ ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়াধীন।
তবে স্থানীয়রা জানান, শনিবার (১৯ জুলাই) রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তারা। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি।