Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশে যোগ দিতে এসে নেতাকর্মীর মৃত্যু, জামায়াত আমিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে এবং সমাবেশস্থলে তিন নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই শ্রদ্ধাভাজন তিন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ যেন তাদের শহিদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।”

তিনি আরও বলেন, “আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তাদের দ্রুত সুস্থতা দান করেন। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব যেন তাদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।”

বিজ্ঞাপন

এর আগে, গতকাল (১৯ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান নিহত হন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

অন্যদিকে, সমাবেশে অংশগ্রহণরত অবস্থায় রংপুর জেলার নেতাকর্মী শাহ আলম হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এসব নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর