Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বৈত ভোটার: প্রথমটি বাতিল করে দ্বিতীয়টি বহালে লাগবে সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৮:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) এখন থেকে দ্বৈত ভোটারদের ক্ষেত্রে প্রথম আবেদন বাতিল করে দ্বিতীয়টি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে। এই নতুন নিয়মের ফলে যেসব ভোটারের প্রথম আবেদনে অনিচ্ছাকৃত ভুল তথ্য ছিল, তারা সুফল পাবেন।

রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ লাগবে। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়ন করে মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণ করে নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (‘ডিলিটেড’ বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে, শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে।

দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই বাছাই করবে।

সারাবাংলা/এনএল/এসআর

ইসি এনআইডি দ্বৈত ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর