Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে তলিয়ে গেছে ৯০ একর ফসলি জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৮:৫৭

নীলফামারী: নীলফামারী সদরে দিনাজপুর সেচ ক্যানেলের একটি পাড় ভেঙে অন্তত ৮০ থেকে ৯০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

রোববার (২০ জুলাই) সকাল থেকে কানিয়ালখাতা খালুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা এবং গাফিলতির কারণেই ক্যানেলের পাড় ভেঙে এই ক্ষতির সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে একটি ছোট ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। স্থানীয়রা তা বন্ধের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে গর্তটি বড় হতে হতে প্রায় ৩০ ফুট এলাকা ভেঙে পড়ে।

ফসল হারিয়ে দিশেহারা কৃষক রুস্তম আলী বলেন,  “আমার ২ বিঘা জমিতে ধান ছিল। এখন সব পানিতে তলিয়ে গেছে। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবো, কিছুই বুঝতে পারছি না।”

বিজ্ঞাপন

আরেক কৃষক নাজমুল ইসলাম জানান “আমরা এই ভাঙা অংশটি যখন সমাধান করতে পারিনি তখন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের লোককে জানাই কিন্তু তারা কোন ভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখেনি। এখন ভেঙে গিয়ে আমাদের নতুন ধান ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিপূরণ কে দেবে।”

এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেখা যায়, ক্যানেলের ৭-৯ ফুট পাড় ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে ইঁদুরের গর্ত থেকেই ভাঙনের সূত্রপাত। ঠিকাদার জিও ব্যাগ ও মাটি নিয়ে প্রস্তুতি নিচ্ছে। স্রোতের তীব্রতা কমলে ২-৩ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করে সেচ কার্যক্রম চালু করা হবে।”

সারাবাংলা/এসএস

ক্ষতিগ্রস্ত ফসলি জমি সেচ ক্যানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর