Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের দিয়ে এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়ন, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:৪৩

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়নের অভিযোগে, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২০ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন, রাজধানীর সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মহসীন আলামীন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীরময় মন্ডল, ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে মহসীন আলামীনের বিরুদ্ধে উচ্চতর গণিত, সমীরময় মন্ডল ও আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে গণিত ও মো. সাখাওয়াত হোসাইন আকনের বিরুদ্ধে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উল্লিখিত বিষয়সমূহের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। এ ধরনের কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ।

সেসঙ্গে এ অপরাধের ব্যাখ্যা চেয়ে চার শিক্ষককে কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনএল/এনজে

এইচএসসি এসএসসি কারণ দর্শানো খাতা মূল্যায়ন শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর