Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির পদযাত্রা
বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৪৪

বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে পদযাত্রা করে বিপ্লব উদ্যানের সমাবেশে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশের পর আরেক দফা পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে জমায়েতের পর পদযাত্রা নিয়ে এগিয়ে যেতে থাকেন এনসিপি নেতাকর্মীরা। ঢোলবাদ্যের তালে তালে মিছিল নিয়ে এগিয়ে যান নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মী এসময় ‘মুজিববাদ-মুর্দাবাদ, ইনকিলাব-জিন্দাবাদ, আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, কথায় কথায় বাংলা ছাড়-বাংলা কি তোর বাপদাদার’- এ ধরনের নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বিজ্ঞাপন

পদযাত্রার একেবারে সম্মুখে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাকে নারী নেত্রীদের নিয়ে হাঁটতে দেখা গেছে। পেছনের সারিতে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিনসহ অন্যরা। পদযাত্রা এগিয়ে যাবার সময় সড়কের দু’পাশে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। নাহিদ ইসলাম বারবার হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান।

বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য। ছবি: সংগৃহীত

বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য। ছবি: সংগৃহীত

পদযাত্রা বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে দুই নম্বর গেইট এলাকায় বিপ্লব উদ্যানে সমাবেশস্থলের দিকে এগিয়ে যায়। এ সময় মঞ্চ থেকে মুর্হুমুহু স্লোগান দিতে থাকেন নেতারা। সমাবেশস্থলে আসা হাজারো মানুষের করতালি আর স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে চট্টগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রথম কর্মসূচি।

এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নগর পুলিশ। পুলিশের নিয়মিত সদস্য, গোয়েন্দা টিমসহ প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াডও।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কাপ্তাই রাস্তার মাথা থেকে ষোলশহর দুই নম্বর গেইট পর্যন্ত এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, নিরাপত্তার স্বার্থে যা যা দরকার, সব করা হয়েছে।’

বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য। ছবি: সংগৃহীত

বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য। ছবি: সংগৃহীত

সারাদেশে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি শুরু করেছে এনসিপি। এজন্য শুক্রবার রাতেই কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে এসে পৌঁছান। শনিবার সকালে প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত মাঠে সমাবেশ করে এনসিপি। এরপর চকরিয়া উপজেলায় গিয়ে সমাবেশ করে বান্দরবানে গিয়ে কর্মসূচি পালন করেন নেতারা।

বান্দরবান থেকে রাতে চট্টগ্রাম নগরীতে ফেরেন এনসিপি নেতারা। আজ (রোববার) সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে সরাসরি চট্টগ্রাম নগরীতে আসেন এনসিপি নেতারা। চট্টগ্রাম থেকে সোমবার সকালে তারা খাগড়াছড়িতে গিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

এনসিপির পদযাত্রা বহদ্দারহাট বিপ্লব উদ্যান লোকে লোকারণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর