Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা প্রধানকে জামায়াত আমিরের ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:৫৫

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং সেনা প্রধান ওয়াকার উজ্জামান।

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ডা. শফিকুর রহমানের ফেসবুকে অ্যাডমিনের পক্ষ থেকে করা পোস্টে বলা হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

সেনা প্রধান জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন তিনি।

জামায়াতের ফেসবুক পোস্টে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে নিচে পড়েন জামায়াত আমির। এরপর দুইবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি। আর এ সময় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করতে থাকেন। সমাবেশ শেষে জামায়াত আমিরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে রাতে বাসায় ফিরেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ওয়াকার উজ্জামান জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেনা প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর