Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লা থানার সাবেক ওসির ২ বছরের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৫০ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:৫৪

প্রতীকী ছ্বি

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ফতুল্লা থানার সাবেক ওসি মো. হাসান আলীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ-৫ মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালাস পেয়েছেন তার স্ত্রী কামরুন্নাহার রুবি।

বর্তমানে কারাগারে রয়েছেন হাসান আলী। তাই এ মামলায় সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। এর আগে, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৭ থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন ওসি হাসান আলী। সম্পদ বিবরণী জমা দিতে বলা হলেও তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। এরপর তার বিরুদ্ধে মামলা করে দুদক।

সারাবাংলা/আরএম/এসআর

দুদকের মামলা ফতুল্লা থানা সাজা সাবেক ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর