Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:০৪

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে চলন্ত ট্রাকের ধাক্কায় দেবব্রত রায় ওরফে দাসুরায় (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও ৬ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নামুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবব্রত রংপুর সদর উপজেলার রাধাবল্লভ হারাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দেবব্রত রায় তার স্ত্রী মিষ্টি রানী (৩০) ও ছেলে মিথিল চন্দ্রকে (৬) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে নামুড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-০৮৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেবব্রত মারা যান।

বিজ্ঞাপন

পরে আহত স্ত্রী ও সন্তানকে প্রথমে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদিতমারি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস

আরোহী ট্রাকের ধাক্কা মৃত্যু মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর