ময়মনসিংহ: ময়মনসিংহে হালুয়াঘাটের আচকিপাড়া সীমান্ত দিয়ে আটটি ভারতীয় গরু পাচারকালীন সময়ে গরুগুলোকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য পাচঁ লাখ টাকা।
রোববার (২০ জুলাই) ভোর রাতে হালুয়াঘাটের আচকিপাড়া সীমান্ত দিয়ে অভিনব কায়দায় চোরাকারবারিরা ভারতীয় গরু পাচার করছে এমন খবরের ভিত্তিতে এ সময় অভিযান চালায় বিজিবি।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।