ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।
শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় দফায় কমিশনের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়। এতে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।
আলী রিয়াজ বলেন, “সংসদ বহাল রেখে নির্বাচন আয়োজনের ব্যবস্থাটি বাতিল করে আমরা ত্রয়োদশ সংশোধনীর কাঠামোয় ফিরে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছিল। এর মধ্যে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপি ও জামায়াতে ইসলামী লিখিত প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতেই সংশোধিত খসড়া তৈরি করে দলগুলোর কাছে দেওয়া হয়েছে। দলগুলো আগামীকাল তাদের মতামত জানাবে বলে জানান তিনি।
এদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া ও প্রধান উপদেষ্টা নিয়োগ। উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। আলী রীয়াজ বলেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য না থাকলেও বাস্তবায়নের কাঠামো নিয়ে ভিন্ন মত রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।