কক্সবাজার: বিএনপির বিক্ষোভ মিছিলে ‘হিটস্ট্রোকে’ কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ছৈয়দ নুর (৬০) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
রোববার বিকালে সংসদীয় কক্সবাজার-০৩ আসনের (সদর, রামু ও ঈদগাঁও ) বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি আব্দুর রহিম সিকদার হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির জাতীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে মিছিল পূর্ব সমাবেশে অন্যান্য নেতাকর্মীদের পাশাপাশি ছৈয়দ নুরও বক্তব্য দেন। সমাবেশ শেষে আয়োজিত মিছিলে তিনিও অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
লুৎফুর রহমান কাজল বলেন, ‘বিকেলে ছৈয়দ নুর অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচিতে অংশ েনন। তিনি বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বক্তব্যও দেন। সমাবেশ শেষে বের হওয়া মিছিলেও তিনি অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় পৌঁছলে ছৈয়দ নুর হোঁচট খেয়ে পড়ে যান।’
তিনি আরও বলেন, ‘এতে তিনি অবচেতন হয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকদের বরাতে বিএনপির এ নেতা বলেন, ‘মিছিলে হাঁটার সময় বিএনপি নেতা ছৈয়দ নুর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকদের ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।’
লুৎফুর রহমান কাজল জানান, প্রয়াত নেতা ছৈয়দ নুরের মৃতদেহ এখন বাড়িতে রয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০ টায় পিএমখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ কেজি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।