ঢাকা: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২০ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ সংশয় বিষয়) সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ হয়েছে।
উল্লেখ্য, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দুই দফায় ঘোষণা করা হয়। প্রথম দফায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রশ্নফাঁসের অভিযোগ আসায় দ্বিতীয় দফায় আরও ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণা করা হয়। এ নিয়ে ৪৬তম বিসিএসে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। পরবর্তীতে গত ৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে পিএসসি।
এদিকে, আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে, এ পরীক্ষা ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গত মঙ্গলবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, লিখিত পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের ‘হিয়ারিং এইড’ ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।