Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ তৌফিকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২২:১৩ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ২২:১৭

নিহত হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম

সাতক্ষীরা: জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত সাতক্ষীরার শ্যামনগরের হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) ঢাকার একটি মাদরাসায় রহস্যজনকভাবে মারা গেছেন। তার পরিবারের অভিযোগ, তৌফিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

রোববার (২০ জুলাই) তৌফিকের মৃত্যুর খবর তার পরিবারকে ফোনে জানায় মাদরাসা কর্তৃপক্ষ।

নিহত সিয়াম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন সরদারের ছেলে। সে ঢাকার “মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া” মাদরাসা মেধাবী ছাত্র ছিল।

পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাথরুমে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা যায়।

বিজ্ঞাপন

তৌফিকের বাবা সালাউদ্দিন সরদার বলেন, “আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। সে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ এবং পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। কয়েকবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”

তৌফিকের আত্মীয় এম শরিফ উদ্দিন বলেন, ‘তার মরদেহ বাথরুমে ঝুলন্ত অবস্থায় ছিল। এক পা টয়লেটের কমোডের ভেতর, অপর পা ভাঁজ হয়ে মেঝেতে ঠেকানো। এই অবস্থায় আত্মহত্যা কীভাবে সম্ভব? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এখানে রহস্য আছে।’

ঢাকায় অবস্থানরত তৌফিকের চাচা আকছেদ আলী বলেন, ‘আমি মাদরাসায় গিয়ে দেখি পুলিশ মরদেহ উদ্ধার করছে। ছবিতে তার অর্ধ ঝুলন্ত মরদেহ দেখে এটিকে রহস্যজনক মনে হওয়ায় আমি নিজেই ময়নাতদন্তের অনুরোধ জানাই।’

পরে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। যদিও মাদরাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

ঢাকার দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’

তৌফিকের মৃত্যুতে সাতক্ষীরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের একটাই দাবি এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক, এবং দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।

সারাবাংলা/এসআর

পরিকল্পিত হত্যা পুরস্কারপ্রাপ্ত হাফেজ রহস্যজনক মৃত্যু শ্যামনগর সাতক্ষীরা হাফেজ তৌফিক