Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২২:৪০

ঢাকা: এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব ড. ফাহিম ইকবাল জাগিরদারের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আজ রোববার (২০ জুলাই) শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

ওই নির্দেশনায় জানানো হয়, শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন। পছন্দ অনুযায়ী বদলির আদেশ চূড়ান্ত হলে পরে তা বাতিলের কোনো সুযোগ থাকবে না।

আর বদলি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অংশ নেবেন প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভাগীয় উপপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অনলাইন আবেদন যাচাই ও অনুমোদনসহ পুরো কার্যক্রম শেষ হবে ৩১ আগস্টের মধ্যে।

বিজ্ঞাপন

এ ছাড়া এবারের বদলি কার্যক্রমে আন্তঃউপজেলা (একই জেলার মধ্যে), আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) এবং আন্তঃবিভাগে বদলির সুযোগ থাকছে। তবে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিদ্যালয়গুলো এ প্রক্রিয়ার বাইরে থাকবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, বদলির জন্য শিক্ষকদের আবেদন যাচাই করতে হবে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রণীত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’ অনুযায়ী।

সারাবাংলা/এনএল/এসএস

আবেদন প্রাথমিক শিক্ষক বদলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর