Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি প্রশাসনকে শাড়ি-চুড়ি দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২৩:১১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ২৩:১৭

ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ার এবং টেবিলে শাড়ি-চুড়ি রেখে প্রতিবাদ জানায় বেরোবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রংপুর: লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ না হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় প্রশাসনের অনুপস্থিতিতে ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের চেয়ার এবং টেবিলে শাড়ি-চুড়ি রেখে প্রতিবাদ জানান তারা।

পরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ‘লেজুড়বৃত্তিক’ ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে শিক্ষার্থীরা বলেন, নোংরা রাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। আবু সাঈদের ক্যাম্পাসে এই নোংরা রাজনীতির কারণে আর কোনো শিক্ষার্থীকে হারাতে চাই না। স্পষ্টভাবে আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ে লেজুরবৃত্তিক কোনো রাজনীতি ঠাঁই হবে না। আমরা লক্ষ্য করছি প্রশাসন তাদের প্রটোকল দিচ্ছে। প্রশাসনের এই প্রটোকলের জন্য তারা আবারও রাজনীতি করার সাহস পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন। যারা শিক্ষার্থীদের দাবি ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারবে তাদেরকেই আমরা প্রশাসনিক দায়িত্বে চাই। আমরা কোনোভাবেই আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি থাকতে দেব না।

বিজ্ঞাপন

এসময় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও তোলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কিছু বিচ্ছিন্ন প্রমাণ আমরা পেয়েছি। যা নিয়ে আমরা কাজও শুরু করে দিয়েছি। এরইমধ্যে আমরা জানতে পারি শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য ডেকেছিলাম।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র রাজনীতি বন্ধে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এরই মধ্যে শাড়ি-চুড়ি প্রদানের কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ পালটা প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ও ১৫ এপ্রিল ২০২৫ সালের অফিস আদেশ অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে ১১১তম সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞার সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়।

সারাবাংলা/এসএস

প্রতিবাদ প্রশাসন বেরোবি শাড়ি-চুড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর