Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে ব্রিটিশ হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২৩:৩৫

মিরপুর স্টেডিয়ামে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (২০ জুলাই) ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে তিনি মাঠে গিয়ে খেলা উপভোগ করেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সারাহ কুক বাংলাদেশ দলের জার্সি পরে গ্যালারিতে বসে খেলা দেখছেন। পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে রোববার (২০ জুলাই) মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়। এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিনই দাপুটে জয় পায় টাইগাররা। এতে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা / একে

ব্রিটিশ মিরপুর স্টেডিয়াম সারাহ কুক হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর