রাজবাড়ী: শৈশবের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন রাজবাড়ীর হাফেজ রুহুল আমিন মাদানী। দীর্ঘদিন ইমামতি করে সঞ্চিত টাকা এবং বাবার সহায়তায় রোববার (২০ জুলাই) তিনি হেলিকপ্টারে চড়ে ঝিনাইদহে পাত্রীর বাড়িতে যান এবং নববধূ নিয়ে ফিরেও আসেন হেলিকপ্টারেই।
ঘটনাটি ঘটে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে। বরের বাবার নাম মোশাররফ হোসেন হেলালী। রুহুল আমিন স্থানীয় দাদশী মাজার জামে মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক।
বরযাত্রার দিন দুপুরে ভবদিয়ার আবুল হোসেন ক্লাব মাঠে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিকেলে নবদম্পতিকে ফিরতে দেখতেও উৎসুক জনতার ঢল নামে।
রুহুল আমিন জানান, ছোটবেলায় হাফেজ হওয়ার পর বাবার কাছে হেলিকপ্টারে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমার বাবা তার কথা রেখেছেন। দীর্ঘদিন পর আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্ত্রীও একজন হাফেজা।”
বাবা মোশাররফ হোসেন বলেন, “ছেলে ৫ হাজার টাকা বেতনে ইমামতি করতো। ধীরে ধীরে টাকা জমিয়ে সে স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে। আমি কিছু টাকা দিয়ে তাকে সহায়তা করেছি। আমার সন্তানের ইচ্ছা পূরণ করতে পেরে আমি আনন্দিত।”
এ বিষয়ে বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন বলেন, “আমিও এই বিয়েতে ছিলাম। এই এলাকায় এমন ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন আগে কখনো হয়নি। পুরো গ্রামে উৎসবের আমেজ ছিল।”