লালমনিরহাট: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্কে রয়েছে নদী সংলগ্ন বসবাসকারী কয়েক হাজার পরিবার।
এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে তিস্তা নদীর নিম্ন অঞ্চলের ফসলের ক্ষেত। এতে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
জানা গেছে, ২০ জুলাই (রোববার ) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টের বিপদসীমার ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়।
স্থানীয়রা বলছেন, যেভাবে পানি প্রভাবিত হচ্ছে এভাবে পানি প্রবাহিত হলে যেকোনো সময়ে তিস্তা ব্যারেজে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে।
তিস্তা ব্যারেজের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪ টি গেট খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, উজানের ঢলে রোববার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সন্ধ্যা ৬ টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।