চট্টগ্রাম: কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর প্রয়াত শাহ আহমদ শফী ও প্রতিষ্ঠাতা মহাসচিব প্রয়াত জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতাকর্মীরা। অন্যদিকে প্রখ্যাত সুফীসাধক শাহ আমানতের মাজার জিয়ারত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা।
রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে হেফাজতে ইসলামের মূল কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসায় যান এনসিপি নেতারা।
প্রবেশপথে মাদরাসার শিক্ষার্থীরা তাদের বরণ করে ভেতরে নেন। এরপর এনসিপি নেতাদের স্বাগত জানান মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দীন। এসময় মাদরাসার শিক্ষক আশরাফ আলী নিজামপুরী এবং নিজাম সাইয়্যিদ উপস্থিত ছিলেন।
এনসিপি নেতারা প্রথমে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রবেশপথে মাদরসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিতভাবে নাহিদ-সারজিসকে বরণ করে নেন। তারা গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মাদরাসার কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করে তারা সেখানেই আহমদ শফী ও বাবুনগরীর কবর জিয়ারত করেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ জানান, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রয়াত হেফাজত নেতাদের কবর জিয়ারতের পর তারা আবার নগরীতে ফিরে এসেছেন। আগামীকাল (সোমবার) চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে রোববার রাত ১০টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরও কয়েকজন নেতাকর্মী নিয়ে নগরীর জেল রোডে শাহ আমানতের মাজারে যান। মাজার জিয়ারতের পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে শাহ আমানতের বংশধর এবং স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা, জাতীয় যুব শক্তির দুতি অরণ্য চৌধুরী উপস্থিত ছিলেন।