Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ০২:০৮

ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২০ জুলাই) রাতে এই ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এর আগে, গত ১৮ জুলাই ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে।

এর আগে, গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা ফল দেখতে https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/6637684c_8214_4709_95f0_83c60025e960/48_BCS_result.pdf   এই ঠিকানায় ক্লিক করুন।

সারাবাংলা/এনএল/এসএস

৪৮ বিসিএস প্রকাশ ফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর