Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ হেরে মিরপুরের পিচকে দুষলেন পাকিস্তান কোচ হেসন

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫ ০৮:২৮

প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছে পাকিস্তান

টি-২০ ফরম্যাটে এর আগে কখনোই বাংলাদেশের বিপক্ষে অলআউট হয়নি তারা। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে হলো সেটাই। ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান তুলতে পারল মাত্র ১১০ রান। বাংলাদেশ সেই টার্গেট ছুঁয়েছে অনায়াসেই। ম্যাচ হেরে পাকিস্তান কোচ মাইক হেসন দুষলেন পিচকে। হেসন বলছেন, মিরপুরের পিচ টি-২০ ক্রিকেটের জন্য একেবারেই উপযুক্ত নয়।

ব্যাটিং নামার পর থেকেই ভুগেছেন পাকিস্তান ব্যাটাররা। এক ফাখার জামান ছাড়া কেউই ক্রিজে থিতু হতে পারেননি। বাংলাদেশি বোলারদের কিছুতেই যেন সামলাতে পারছিলেন না পাকিস্তান ব্যাটাররা। শেষ পর্যন্ত মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে হেসন বলছেন, এমন পিচ ভালো ক্রিকেট উপহার দিতে পারে না, ‘আমার মনে হয় না, এমন উইকেট কারও জন্য ভালো। আমার মতে, কেউ যখন এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের উইকেট তখন গ্রহণযোগ্য নয়। ব্যাট হাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের কোনো অজুহাত নয় এটি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই উইকেট মানসম্মত নয়।’

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আরও ভালো মানের পিচ বানানোর পরামর্শ হেসনের, ‘আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি। আসলে ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরও ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে। বিপিএলেও ভালো কিছু উইকেট হয়েছে এখানে। আন্তর্জাতিক ম্যাচে হয়ত সেরকম মানের উইকেট হচ্ছে না।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর