Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে যাত্রাবাড়ীতে ‘ড্রোন শো’ আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ০৮:৫০

ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান স্মরণে এবার ‘জুলাই পুনর্জাগরণ’ উদযাপন করছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আজ (সোমবার) ঢাকার যাত্রাবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী আয়োজন—ড্রোন শো।

সোমবার (২১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে যাত্রাবাড়ি এলাকার জামিয়া মাহমুদিয়া মাদরাসার শহিদ স্মরণ মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হবে ‘জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে’। আয়োজনে নেতৃত্ব দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর কারিগরি ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ড্রোন শোটি যৌথভাবে আয়োজন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চীন সরকার। এতে অংশ নেবে দুই হাজার ড্রোন, যারা আকাশে ভাসিয়ে তুলবে ২০২৪ সালের জুলাইয়ের ঐতিহাসিক গণজাগরণ, বিক্ষোভের স্লোগান, ছাত্রদের রেজিস্ট্যান্স, এবং দেওয়ালচিত্র বা গ্রাফিতি—সবই প্রযুক্তির আধুনিক ভাষায়।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এই শো শুধুই প্রদর্শনী নয়, এটি একটি চলমান ইতিহাসকে জীবন্ত করে তোলার প্রয়াস।” দর্শকদের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন মোড় এনেছিল। বিশেষ করে মাদরাসা ছাত্রদের সক্রিয় ভূমিকা ছিল অভূতপূর্ব। সেই চেতনাকেই তুলে ধরা হবে এই আয়োজনের মাধ্যমে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর ড্রোন শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর